Monday, December 12, 2011

If olny i could choose my family The last time I was in a place like this was the last time I starred into the abyss With my eyes wide shut

Keoma Stocks
Keoma Stocks If olny i could choose my family
 
DiscoDan Felipe
DiscoDan Felipe The last time I was in a place like this, was the last time I starred into the abyss. With my eyes wide shut I stare so gently, deep inside I search intently. What I'm looking for I know not, because what I once knew I now forgot. I gaze so deep into the void, for what was once there is not destroyed. There is no rebuilding what was lost, no sign of rekindling, not even accost. So all I can do is sit and reminisce, about the last time I was in a place like this. ~Disco
 
Andrew Hanson Owen
Andrew Hanson Owen finaly both parts of the hangover have downloaded, i know wat im doin afta school :)
 
Leah Valdez
Leah Valdez :( I GUESS its time to let him go... Its guna be hard but i gotta do it cuz if nt im jus guna get hurt M0RE:(
 
Ashraf Abaza
Ashraf Abaza Adele is the only female (mainstream) artist that I have heard lately that has an amazing voice and TRUE Talent! And she is beautiful! Not fat!
www.youtube.com
Music video by Adele performing Make You Feel My Love. (C) 2011 XL Recordings Ltd
 
Glenn John Manalo Filoteo
Glenn John Manalo Filoteo I AM A ZERO WITHOUT MY HERO ===> J E S U S
 
Josh Boac Goldstein
Josh Boac Goldstein Check out this dope new video from my relish Sunspeezy aka Sunspot Jonz... I produced some songs on this ill album... G.O.D.
www.youtube.com
Still Independent!! Still killing the wack shit on the radio!! Still true to the roots he came from!!! Check out the new video from Sunspot Jonz from the Wor...
 
Bahauddin Golap
***গোপালপুর গণহত্যা- যে বিভীষিকা আজো বর্তমান নাটোরবাসীর হৃদয়ে*** প্রথমেই অনুরোধ করবো লেখাটি পুরোটা না পড়লেও অন্ততে শেষের ভাগটি পড়ুন। এই লেখাটি পড়লে অন্তত বুঝতে পারবেন আমাদের সেই একাত্তরের প্রজন্মের আমাদের স্বাধীনতার জন্য কতটুকু আত্মত্যাগ করেছিল এবং কী ধরনের প্রতিকূল এবং বিপদসংকুল পরিস্থিতির মধ্য দিয়ে তাদের যেতে হয়েছিল। ============= একাত্তরে পাকবাহিনী আমাদের উপর যে বর্বরতা চালিয়েছিল তা গত শতাব্দীর সবচেয়ে ভয়াবহ গণহত্যাগুলোর মধ্যে একটি। প্রতিদিন ইচ্ছেমত মানুষ ধরে নিয়ে যাওয়া হতো আর লাইনে ধরে দাঁড় করিয়ে গুলী করে নদীতে ফেলে দেওয়া হতো বা গর্ত করে পুঁতে ফেলা হতো সেসব লাশ। একাজে পাকিস্তানীদের সহায়তা করতো আমাদের দেশীয় কিছু বরাহশাবক যারা রাজাকার,আলবদর এবং জামায়াতে ইসলামী নামে পরিচিত। আমাদের দেশব্যাপী এই ধরনের বেশ অনেকগুলো গণকবর এবং বধ্যভূমি ছড়িয়ে ছিটিয়ে আছে আর আছে সেসব বিভীষিকার সাক্ষী কিছু মানুষ যারা ভাগ্যক্রমে পালিয়ে আসতে পেরেছিলেন সেসব বধ্যভূমি থেকে। ============= এরকম একটি গণহত্যা গোপালপুর গণহত্যা। এই গণহত্যাটি সংঘটিত হয়েছিল ১৯৭১ সালের ৫ মে নাটোর জেলার লালপুর উপজেলার অন্তর্গত গোপালপুর সদরে। এই গণহত্যার শিকার হয়েছিলেন উত্তরবঙ্গ চিনিকলে কর্মরত বাঙালিরা। বাঙালি প্রতিরোধের উত্তরে, রাজশাহী অবস্থিত পাকিস্তানি সেনাবাহিনীর সদরদফতর থেকে স্থলপথে ও আকাশপথে শক্তিদল দ্রুত প্রেরণ করে। সেনাবাহিনী ত্বরিতগতিতে পাবনা, ঈশ্বরদী ও নাটোরের নিয়ন্ত্রণ গ্রহণে সক্ষম হয়। ৫-ই মে, ১৯৭১ তারা গোপালপুর পৌঁছায় এবং বাঙালিদের শক্ত ঘাঁটি চিনিকল দখল করে ফেলে। প্রায় ২০০ বাঙালি জনগণ যারা মূলত চিনিকলের কর্মচারী ছিল, সবাইকে জড়ো করা হয় ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। যোদ্ধাদের নেতা অবসরপ্রাপ্ত লে. আনোয়ারুল আজিম সেনাবাহিনীর হাতে ধরা দেন এবং অনুরোধ করেন যেন নিরীহ লোকজনকে ছেড়ে দেয়া হয়। সেনারা লে. আজিম ও তার পরিবারকে গুলি করে। বন্দী কর্মচারীদের চিনিকলের ভিতরে একটি পুকুরের সামনে লাইনে দাঁড় করানো হয় এবং গুলি করে মারা হয়। গুলিবিদ্ধ ২০০ জন বন্দির মাঝে মাত্র চারজন- আবদুল জলিল শিকদার, খরশেদ আলম, আবুল হোসেইন, ইমাদ উদ্দিন এবং ইঞ্জিল সর্দার বাঁচতে সক্ষম হন। মৃতদেহগুলোকে পুকুরে নিক্ষেপ করা হয়। যুদ্ধ পরবর্তী সময়ে পুকুরটির নামকরণ করা হয় 'শহীদসাগর।' গোপালপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয় 'আজিমনগর স্টেশন,' অবসরপ্রাপ্ত লে. আজিমের স্মরণে। ============= সেদিন সেই গোপালপুর গণহত্যা থেকে ভাগ্যক্রমে বেঁচে এসেছিল জালাল আহমেদ। তার সেদিনকার সেই ভয়ংকর অভিজ্ঞতা জানতে পড়ুন নিচের সাক্ষাতকারটি যা প্রথম আলোতে প্রকাশিত হয় । ============= বুকে ও পিঠে বেয়নেটের আঘাতের কালো দাগ। দুই চোখে বিষাদের ছায়া। একাত্তরে পাকিস্তানি হানাদারদের লোমহর্ষক হত্যাযজ্ঞের মধ্যে বুলেটবিদ্ধ হয়েও বেঁচে যান খন্দকার জালাল আহমেদ। নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের তত্কালীন এই কর্মকর্তা এখনো বয়ে বেড়াচ্ছেন যুদ্ধদিনের দুঃসহ স্মৃতি। নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জালাল আহমেদের বর্ণনায়, “১৯৭১ সালের ৫ মে সকাল সাড়ে ১০টায় দায়িত্ব পালন করছিলাম। দুজন পাকিস্তানি সেনা আমার দুই পাশে এসে দাঁড়াল। একজন পিঠে রাইফেল ঠেকিয়ে বলল, ‘ইয়ে বাঙালি, মিটিং মে চল’। এ সময় মাথায় সাদা রুমাল বাঁধা মঞ্জুর ইমান নামের একজন অবাঙালি কর্মচারী বাঙালিদের শনাক্ত করে দিচ্ছিল। এর মধ্যে মিলের কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আনোয়ারুল আজিমকেও ধরে আনা হয়। একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা আজিমকে বলে, ‘কিসনে মেজর আসলামকে মারা হায়’? তিনি বলেন, জানি না। আজিম এ সময় হানাদারদের সঙ্গে তর্ক শুরু করেন। পরে নরপশুরা আমাদের মিলের অফিসার্স কোয়ার্টারের পুকুরঘাটে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করায়। কয়েক মিনিটের মধ্যে ঘাতকদের ১৩টি স্বয়ংক্রিয় এলএমজি একসঙ্গে আমাদের ওপর গর্জে ওঠে। মুহূর্তের মধ্যে পুকুরঘাট লাশের স্তূপে পরিণত হয়। মৃত্যুর কোলে ঢলে পড়েন মিলে কর্মরত প্রায় ২০০ শ্রমিক কর্মকর্তা-কর্মচারী। মৃত্যু নিশ্চিত করতে আমাদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে পানির মধ্যে গড়িয়ে দেয় পাকিস্তানি সেনারা। একসময় জ্ঞান ফিরে পেয়ে দেখি, আমার মাথাটা ঘাটের ওপর এবং দেহের অর্ধেক অংশ পানির মধ্যে ডুবে আছে। লাশের স্তূপের মধ্যে উল্টে-পাল্টে জীবন্ত কাউকে খুঁজছিলেন আমার সহকর্মী মেহমান আলী। বুঝলাম, তিনিই আমাকে লাশের স্তূপ থেকে উদ্ধার করেছেন। বহু কষ্টে উঠে বসতেই দেখতে পেলাম, পাশে পড়ে আছে ছোট ভাই মান্নানের লাশ। হত্যার আগে ও আমাকে পালিয়ে যেতে বলেছিল।” জালাল আহমেদ জানান, ব্রাশফায়ারের আগ মুহূর্তে মান্নান নামের মিলের এক হিসাব সহকারী শায়িত অবস্থায় মাথাটা সামান্য উঁচু করে পবিত্র কোরআন পাঠ করছিলেন। তাঁকে দেখে হানাদারেরা বলে, ‘তুম মৌলবি হু? ছোড় দাও।’ তখন তিনি বলেন, ‘আমি একা যাব না। সবাইকে ছাড়।’ হানাদারেরা তখন মান্নানকে পৈশাচিক নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করে। মিলের প্রশাসনিক কর্মকর্তা পুকুরে অর্ধেক ডুবন্ত অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলেন। পরে পাকিস্তানি সেনারা তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। এই সেই পাকবাহিনী,এই সেই রাজাকার। যারা নিজেদের মুসলমান বলে দাবী করে । অথচ কুরআন শরীফ পরা অবস্থায় থাকা এক মৌলভীও তাদের হাত থেকে নিরাপদ নয়। তারা এখন আবার সোর তুলে এদেশে কোণ গণহত্যা হয়নি, কোন যুদ্ধাপরাধী নেই। পশুর চেয়ে নিকৃষ্ট এসব কীটদের জন্য ঘৃণা জানানোর ভাষাও আমার নেই। ============= কী সহজ তাই না এতগুলো প্রাণ শেষ করে দেওয়া? একটি স্বাভাবিক মানুষ এক সাথে এত কুকুর মারতেও দ্বিতীয়বার ভাববে। এবার বুঝুন আমাদের বাঙ্গালীদের পাকিস্তানীরা কোন চোখে দেখতো। এদেশের প্রতি ইঞ্চি মাটি,প্রতিটি ঘাসের পেছনে আছে সেইসব শহীদদের রক্ত। আসুন আমরা তাদের রক্তের ঋণ এবার শোধ করি। এদেশকে তাদের স্বপ্নের দেশের মত করে গড়ে তুলি। ========== ➽এই গণহত্যার কথা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ক্লিক করুনঃ http://on.fb.me/syaakE ➽মুক্তিযুদ্ধের এই ধরনের আরো গল্প আপনার বন্ধুদের জানাতে ক্লিক করুনঃ http://on.fb.me/muktijuddho ➽আপাদের পেইজের সকল লেখা পাবেন ছবির ক্যাপশন আকারে।আমাদের সব এলবাম দেখতে ক্লিক করুনঃ http://on.fb.me/nNgayN ।তারপর পছন্দমত যেকোন এলব্যামে ক্লিক করে যেকোন ছবিতে ক্লিক করে ক্যাপশন আকারে আমাদের লেখাগুলো দেখুন। ➽ফেসবুকের সাম্প্রতিক পরিবর্তনের কারনে আমাদের আপডেট আপনার ওয়ালে পেতে হলে পেইজে নিয়মিত কমেন্ট এবং লাইক করুন।সেই সাথে আমাদের পেইজের আপডেটগুলো যখন আপনার হোম পেইজে দেখাবে তখন ডান দিকে ডাউন এরোটি চেপে "Mark as top Stories" বাটনে ক্লিক করুন।
 
Irfan Liza
CEPAT!!! CEPAT!!! CEPAT!!! SEMENTARA STOK MASIH ADA...!!! PROMOSI...3BTL – RM75 POS PERCUMA KE SEMENANJUNG M’SIA ***3BTL – RM80 TMSK POS KE SABAH SARAWAK... Istimewa utk puan2 yg ingin: • kembali dara? • mengetatkan otot faraj? • power grip? • mengembalikan keinginan bersama suami? • extra tenaga? • menegang dan menganjalkan payudara? • menghangatkan hubungan intim? • mencegah barah rahim dan payudara? • mendapatkan zuriat? • merawat masalah keputihan? • mencegah dan merawat bau yang kurang enak di bahagian vagina? • hilangkan gatal-gatal di bahagian vagina? • mencantikkan dan menganjalkan struktur kulit? • awet muda dan wajah berseri? • melancarkan peredaran darah? • menghilangkan senggugut dan menstabilkan kitaran haid? • melegakan kekejangan otot badan? • melawaskan pembuangan air besar atau kecil Ianya bukan mimpi lagi. Maka inilah yang anda cari... Usah sayang untuk laburkan sedikit wang demi kepuasan anda dan pasangan. Jadikan Jamu Serapat Bonda sebagai teman setia anda. ------------------------ Jamu Serapat Bonda merupakan supplement terbaik untuk wanita masa kini. Dengan harga yang berpatutan, segala khasiat dan rahsia alam semulajadi di terap ke dalam adunan turun temurun ini. Rasainya sendiri! Testimoni dari pengguna JSB:: Cik Sue Suhaila Halim:: tp yg psti dahulu su slalu sakit pinggang cz dah xcident 2x tapi tak ngurut.. pas mkn JSB mmg x sakit lagi.. alhamdulillah.. Puan Jue Sidek::alhamdulillah..terus amalkn mkn tau! tp JSB ni memang terbaikkk..harga pun murah, sgt berbaloi..!!i likeeee!! Nur Qasih: slam...sis....JSB nie mmg okeylah...dh 4 kali mkan jamu nie,bdan rasa ringgan...bngun pgi pun senang...buang air kecil pun lawas..x mcm dulu...slalu kene g toilet....nnty dh nk abis,sy info k...sy nk lagi.
 
D'Cute Shine
D'Cute Shine Waiting is a boring activity...Uuugghhh I hate it,just wait,wait n wait...How long I must wait...
 
Jade Khay Gima
Jade Khay Gima i miss lae:(
 
Pradeep Kumar
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ਅੱਜ ਦੇ ਦਿਨ 12 ਦਿਸੰਬਰ 1699 ਈ: ਨੂੰ ਸਾਹਿਬਜਾਦਾ ਬਾਬਾ ਫਤਿਹ ਸਿੰਘ ਜੀ ਦਾ ਜਨਮ ਆਨੰਦਪੁਰ ਸਾਹਿਬ ਵਿਖੇ ਹੋਇਆ (ਸਾਹਿਬਜਾਦਾ ਬਾਬਾ ਫਤਿਹ ਸਿੰਘ ਜੀ ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਜੀ ਦੇ ਸਭ ਤੋ ਛੋਟੇ ਪੁੱਤਰ ਸਨ) ਆਪ ਜੀ ਨੂੰ ਤੇ ਆਪ ਜੀ ਦੇ ਪਰਿਵਾਰ ਨੂੰ ਸਾਹਿਬਜਾਦਾ ਬਾਬਾ ਫਤਿਹ ਸਿੰਘ ਜੀ ਦੇ ਜਨਮ ਦਿਨ ਦੀਆ ਸਾਡੇ ਵਲੋ ਕਰੋੜ ਕਰੋੜ ਮੁਬਾਰਕਾਂ ਹੋਣ ਜੀ .!!. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
 
Hassan Mujtba
Hassan Mujtba if any vulgur video i shwing on ur walls from me......this is not me its a deep shit virus so delet it.....everyone.....
 
Tinashe Gomba
Tinashe Gomba 'model on my arm,no homie i dnt have 2 pay her.,.all i have 2 do is tell her whr i wna take her...!!' #MIMS - move if u wanna
 
Darshan Pandey
Darshan Pandey http://www.youtube.com/watch?v=i-L1MONqWHI&feature=related
www.youtube.com
This is a beautiful Mantra and ode to Krishna Bhagvaan! Enjoy, with the beautiful voice of Pandit Jasraj!
 
Kushoto Josphat
Kushoto Josphat I sincerelly declare my stand 4 students leader next year. FREEDOM S NEVER VOLUNTARILY GIVEN BY THE OPPRESSOR,IT MUST BE DEMANDED BY THE OPPRESSED. Vision 4 change.
 
Libby Ogle Ploof
Libby Ogle Ploof Are you a warrior or a worrier? When giants confront you as Goliath confronted David stand strong as a warrior. Don’t worry what might happen or what could happen. Stand! knowing God will take you through the battle no matter what the odds. Fear not for I am with you. Be not dismayed, for I am your God. I will strengthen you. Yes, I will help you. I will uphold you with My righteous right hand. Isaiah 41:10
 
Meg X Black
Meg X Black I Go Out With My 2 Besties Ex
 
Khadijha Joy Blackmon
Khadijha Joy Blackmon Get home and had to turn around and come to the E.R with Jameila Johnson(my dare devil) and I am not in my right frame of mind at 2a.m.
 
Christopher Louvier
Christopher Louvier As i walk through the valley of the shadow of death, i ripped his tounge from his mouth left him gasping for breath, i told you that you'll reap what you sew but you wanted fame so fuck your ego! <--- insert gnarly break down hah
 
Devendra Tavdi
Devendra Tavdi I WISH U MANY MANY HAPPY RETURN'S OF THE DAY HAPPY BIRTHDAY TOO U VIJAY N TUSHAR
www.youtube.com
HAPPY BIRTHDAY TO YOU! MAY THE WOLD SMILE TO YOU! :-) ************** Just have a laugh! This video was made for that. Enjoy your birthday and have fun. Life ...
 
Bobby Smith
Bobby Smith DAMN I WOKEUP LATE AINT NOBODY ON LINE FR ME TO TLK TO SO I GSS I WILL ROLL UP DEN GO RITE BACK TO SLEEP .........I CANT MAKE DIS UP
 
Jacqueline Navarro
Jacqueline Navarro the peace i feel knowing God is working in my life is truly amazing #amen
 
Ibrahim Akinlagun
Ibrahim Akinlagun A new blessing dis week I pray......God.....
 
Success Ntwanano
Success Ntwanano i bought 3 cattle, wt an investment....nyc!
 

No comments:

Post a Comment